টাঙ্গাইলে ঈদ আনন্দকে দ্বিগুণ করল ঘোড় দৌড়

৩ সপ্তাহ আগে
ঈদ উৎসবকে আরও প্রাণবন্ত করতে গ্রামীণ ঐতিহ্য ঘোড় দৌড়, তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করেছে টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা সমাজ উন্নয়ন যুব সংঘ।

রোববার (৮ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বেলতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা ও ঘোড়দৌড়। এছাড়াও যেমন খুশি তেমন সাজো চোখ বেঁধে হাড়ি ভাঙা, মেয়েদের দড়ি লাফ, গুপ্তধন উদ্ধার, লং জাম্প ও সাইকেল ও মোটরসাইকেল প্রতিযোগিতা।

 

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে গুলি, নগদ টাকা ও মালামাল লুট

 

প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী নারী-পুরুষ। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। এসব প্রতিযোগিতা উপলক্ষে স্কুল মাঠের আঙিনায় মেলাও বসে।

 

মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা। সব মিলিয়ে এলাকায় সাজসাজ রব। খেলাকে কেন্দ্র করে আনন্দে মাতে সবাই।

 

প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।

 

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি, নারীর শ্লীলতাহানির অভিযোগ

 

অনুষ্ঠানের অতিথি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এ আয়োজন। প্রতি বছর এমন আয়োজন অব্যহত থাকবে। প্রতিটি ওয়ার্ডে এমন আয়োজন করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন