মঙ্গলবার (১০ জুন) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।
নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি পৌর ছাত্রদলের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঈদের আনন্দ উপভোগ করতে আকুল মিয়া তার কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ার সংলগ্ন জমে থাকা পানিতে খোঁজাখুজি করে। পরে পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছাত্রদলের আহ্বায়ক দুই সন্তানের জনক, প্রতিবাদে সড়ক অবরোধ
পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না। খবর পেয়ে পার্কে যাচ্ছি।
আরও পড়ুন: অরাজকতা বন্ধ না করলে ছাত্রদলের পরিণতিও হবে ছাত্রলীগের মতো: ফরহাদ
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>