লিভারপুলে অভিষেক হওয়ার চার মিনিট পর প্রথম গোল করেন উগো একিতিকে। প্রতিপক্ষের ডিফেন্ডার দাইচি কামাদা ও ক্রিস রিচার্ডস চাপে ফেললেও ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড ডানপায়ের শটে জাল কাঁপান।
১৫ মিনিটে ভার্জিল ফন ডাইক প্যালেসের ইসমাইলা সারকে ট্যাকেল করেন। পেনাল্টি পায় প্যালেস। আলিসনকে ভুল দিকে পাঠিয়ে ১৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জ্য-ফিলিপ্পে মাতেতা।
চার মিনিট পর আরেক নবীনের গোলে লিড নেয় লিভারপুল।... বিস্তারিত