আর কয়েক ঘণ্টা পর বিপিএলের ১১তম আসরের শ্রেষ্ঠ দল চূড়ান্ত হবে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংসের হাতে উঠবে ট্রফি? উত্তর মিলবে দুই দলের লড়াই শেষে। টসে জিতেছে বরিশাল, তারা নিয়েছে ফিল্ডিং। আগে ব্যাটিংয়ে নামবে চিটাগং।
বরিশাল টানান দ্বিতীয়বার বিপিএল ফাইনালে খেলছে। সব মিলিয়ে চার মৌসুমে এটি তাদের তৃতীয় ফাইনাল (২০২২, ২০২৪ ও ২০২৫)। শেষবার চিটাগংকে বিপিএলে দেখা গিয়েছিল ২০১৩ সালে। ওইবারও তারা ছিল ফাইনালিস্ট।... বিস্তারিত