টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হল বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ দিয়ে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা।


আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের টেস্ট জয়ের আশা দেখছেন না নান্নু 


চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।


এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের।


বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।


শ্রীলঙ্কা একাদশ 

পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো। 

]]>
সম্পূর্ণ পড়ুন