বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এবারের এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছে বাংলাদেশ। প্রথম চ্যালেঞ্জ সুপার ফোরে জায়গা করে নেয়া। সেখান থেকে সেরা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর নিশ্চিত করতে হলে গ্রুপ পর্ব শেষ করতে হবে সেরা দুইয়ে থেকে। তাই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হলেও কোনো ম্যাচকেই ছোট করে দেখার সুযোগ নেই।
আরও পড়ুন: বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে শঙ্কা মিসবাহ’র
এদিকে হংকংয়ের বিপক্ষে অতীত ইতিহাসটাও সুখকর নয়। দলটির বিপক্ষে ১১ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার দেখা হয়েছিল বাংলাদেশের। সে ম্যাচটি লাল সবুজরা হেরেছিল ২ উইকেটের ব্যবধানে। লজ্জার পুনরাবৃত্তি না ঘটাতে সাবধানী লিটন দাস। শক্তিশালী একাদশ সাজিয়েই মাঠে নামছেন তিনি। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পেশালিস্ট স্পিনার। আর ব্যাটিং লাইনেও আছেন নিয়মিতদের প্রায় সবাই। তবে সুযোগ হয়নি নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসান।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামলেও ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে হংকং। সে ম্যাচে ব্যাটিং ধসে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন
হংকং একাদশ: জিশান আলী, আনশি রাথ, বাবার হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, ইহসান খান, আয়ুশ শুকলা ও আতিক ইকবাল।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
]]>