টটেনহ্যাম-ম্যানইউ ফাইনালে উঠায় সাত মাস পর সত্যি হলো মরিনহোর ভবিষ্যদ্বাণী

৫ দিন আগে
টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড, এই দুই দল এবারের ইউরোপা লিগের ফাইনালে উঠবে- এই ভবিষ্যদ্বাণী প্রায় সাত মাস আগেই করেছিলেন ফেনারবাচ কোচ জোসে মরিনহো। গত বৃস্পতিবার তার ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে।

টটেনহ্যাম কিংবা ম্যানইউই জিততে চলেছে ইউরোপা লিগের ট্রফি। এই দুই দলই উঠেছে এবারের আসরের ফাইনালে। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ম্যানচেস্টারের ক্লাবটি ও বোদো/গ্লিমটকে হারিয়ে টটেনহ্যাম পেয়েছে ফাইনালের টিকিট। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।


গত বছরের অক্টোবরে ইউরোপা লিগের গ্রুপপর্বে ম্যানচেস্টারের মুখোমুখি হয়েছিলো মরিনহোর ফেনারবাচ। সেই ম্যাচের আগেই তিনি ভবিষ্যদ্বাণীটি করেছিলেন। পতুগিজ কোচ বলেন, ‘ইউরোপা লিগের ফাইনালে কে উঠবে? আমার কাছে ব্যাপারটা সহজ। টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড।’


আরও পড়ুন: আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিত করেছেন রোনালদো


মরিনহো টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলকেই কোচিং করিয়েছেন। ২০১৬ সাল থেকে দুই বছর ইউনাইটেডকে ও ২০১৯ সাল থেকে দুই বছর টটেনহ্যামকে কোচিং করান তিনি। ম্যানচেস্টারের সঙ্গে তিনি ইউরোপা লিগ জিতেছেনও। সাবেক দুই ক্লাবকে নিয়ে তার ভবিষ্যদ্বাণীটি মিলে যাওয়া যে কাকতালীয়, তা বলার অপেক্ষা রাখে না।


মরিনহোর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করতে সেমিফাইনালে ইউনাইটেড বিলবাওকে দুই লেগ মিলিয়ে হারায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে, প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয়টি জিতেছিলো ৪-১ ব্যবধানে। অন্যদিকে টটেনহ্যাম বোদো/গ্লিমটকে প্রথম লেগে ৩-১ গোলে হারানোর পর  দ্বিতীয় লেগে হারায় ২-০ গোলে।

]]>
সম্পূর্ণ পড়ুন