টঙ্গীতে সাদপন্থিদের অনুমতি দিলে প্রতিহতের হুঁশিয়ারি হেফাজত নেতার

২ সপ্তাহ আগে
টঙ্গীর ময়দানে সাদপন্থিদের ইজতেমার অনুমতি দিলে তা প্রতিহত করতে সারা দেশের লাখো তৌহিদী জনতা কাফনের কাপড় মাথায় দিয়ে লং মার্চ করবে বলে হুঁশিয়াশি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল।

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে সাদপন্থিদের মারকায নির্মাণ বন্ধসহ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে সেখানে ওলামা মাশায়েখ ও তাবলীগের সাথীদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।


হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘নারায়ণগঞ্জের তৌহিদী জনতা কখনও কোনো অন্যায়কারীদের ছাড় দেয়নি ভবিষ্যতেও দেবে না।’

আরও পড়ুন: মজলুম হেফাজত নেতৃবৃন্দকে উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা


বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টাদের সঙ্গে সাদপন্থিরা যোগাযোগ করছে মন্তব্য করে মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘এখানে কেউ কোনো ধরনের আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করে শীতলক্ষ্যায় ফেলে দেয়া হবে।’


বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাদপন্থিদের এই আস্তানা দেশ, জাতি এবং ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের আঁতুড় ঘর। তাই বাংলাদেশের মাটিতে এ ধরনের সন্ত্রাসীদের কোনো আস্তানা গড়তে দেয়া হবে না।’

আরও পড়ুন: সাদপন্থিদের নিষিদ্ধের দাবি ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা হেফাজতে ইসলামের

এর আগে জুম'আর নামাজের পর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মসজিদ মাদরাসা ও তাবলীগের সাথী এবং  নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা জুনাইদ, মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতী হারুনুর রশিদ, মুফতি জাকির হোসেন কাসেমী প্রমুখ।


এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা জাকির হোসেন কাসেমী, মাওলানা মাহমুদ, মাওলানা ফেরদৌস রহমান, মাওলানা মীর আহমদ উল্লাহ ফুয়াদ, মাওলানা মাহবুব মাওলানা জুবায়ের, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ সানাউল্লাহ,আলহাজ  খোরশেদ আলম ও আলহাজ রাজু আহমেদ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন