বৃহস্পতিবার (৫ জুন) দুপুর মহাসড়কের চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভার এর উপরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাগেরহাটের আব্দুর রহিম (২০), সেফালী (৪০), টাঙ্গাইলের মাজেদুর রহমান (৩২), ভাওয়াল মির্জাপুরের নুরুননাহার (৪০), একই এলাকার আব্দুর রহমান (৪০), বরিশালের বাকেরগঞ্জের তানজিলা আক্তার (৩০) ময়মনসিংহের জেসমিন আক্তার (২৪) ও বরিশালের বাকের হোসেন (২০)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস ও টাঙ্গাইলগামী সনিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি এসে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন।
আরও পড়ুন: মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই চালকসহ তিনজন গুরুতর আহত রয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার আশরাফুল ইসলাম বলেন, আটকে যাওয়া এক চালককে বাসের অংশ কেটে বের করতে হয়েছে। একটি বাস ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। আরেকটি সরানোর কাজ চলছে। এ ঘটনার পর মহাসড়ক ও ফ্লাইওভারে কিছুটা যানজট রয়েছে।
]]>