দেখে নিন টক বরই যাদের জন্য ক্ষতিকর-
১. গ্যাস্ট্রিক বা আলসারের রোগী: টক বরই অ্যাসিডিক হওয়ায় এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। আলসারের রোগীদের জন্য এটি অস্বস্তি সৃষ্টি করতে পারে।
২. দাঁতের সমস্যা: টক বরইয়ের অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট করতে পারে, বিশেষ করে যদি এটি নিয়মিত খাওয়া হয়।
৩. ডায়াবেটিস রোগী: যদি বরইয়ে অতিরিক্ত চিনি বা মসলা মেশানো থাকে (যেমন টক-মিষ্টি বরই), তবে এটি রক্তের শর্করা বাড়াতে পারে।
৪. অ্যালার্জি বা সংবেদনশীলতা: কিছু মানুষের ক্ষেত্রে বরই খাওয়ার পর অ্যালার্জি হতে পারে, যেমন ত্বকে চুলকানি বা ফুসকুড়ি।
৫. ডায়রিয়া বা পেটের সমস্যা: বরই অতিরিক্ত খেলে ডায়রিয়া বা পেটের ব্যথার মতো সমস্যা হতে পারে, কারণ এটি হজমে সমস্যা তৈরি করতে পারে।
আরও পড়ুন: ক্যাপসিকাম খেলে কী হয়?
যদি আপনি এই সমস্যাগুলোর কোনোটি অনুভব করেন, তবে বরই খাওয়া থেকে বিরত থাকুন বা চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন: খালি পেটে খাবেন না ৪ খাবার
]]>