ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল র‍্যাব সদস্যের

৫ দিন আগে
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

রোববার (১১ মে) রাতে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার কালবৈশাখী ঝড়ে র‍্যাব সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

 

আরও পড়ুন: রাজধানীতে ফ্ল্যাটে মিলল ২ বোনের রক্তাক্ত মরদেহ

 

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেলযোগে সাহার বাজার পৌঁছান। হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়।

 

এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সঙ্গে থাকা আরেক র‌্যাব সদস্যও আহত হয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন