শনিবার (২১ জুন) দুপুরে সাভার পৌরসভার কাতলাপুর ব্লু-টেক্সের মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় আবেদীন টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থান নেয় বিএনপির দুটি গ্রুপ। একপক্ষ দীর্ঘদিন ধরে সেখান থেকে ঝুট সংগ্রহ করলেও সম্প্রতি যুবদলের পরিচয়ে ভিন্ন আরেকটি গ্রুপ সেই ঝুট দাবি করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা।
আরও পড়ুন: সাভারে বৃষ্টিতে পৌর এলাকার সড়কে হাঁটু পানি
ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে যাতে কেউ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে ব্যাপারে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।