শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আহাতাব মণ্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মণ্ডলের ছেলে রাজীব মণ্ডল (২৪), রিংকু (১৮), তামিন (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াস উদ্দিন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ঈদে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঝিনাইদহের বিনোদনকেন্দ্রে
স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘রাত নয়টার দিকে যাদবপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মোটরসাইকেলে তিনজন এবং অন্যটিতে চারজন আরোহী ছিলেন। সংঘর্ষে সাতজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।’
তিনি জানান, আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>