সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের বদলে ব্যক্তি স্বার্থে শ্রমিক ব্যবহার এবং প্রকল্পের মূল কাজ না করে মাটি ফেলে দায়সারা কাজ সম্পন্ন করার অভিযোগ করেছেন এলাকাবাসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, বড়কামারকুন্ডু গ্রামের ইসরাইলের বাড়ি থেকে মনা খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা ফ্ল্যাট সলিংয়ের মাধ্যমে উন্নয়ন করার কথা ছিল। প্রকল্প অনুযায়ী সেখানে বালি ও ইট বসানোর কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। সামান্য মাটি ফেলে সমতল করার মাধ্যমে কাজ শেষ করা হয়েছে।
এছাড়া বুধবার ইউপি সদস্য সাইদুল মন্ডল টিআর প্রকল্পের সাতজন শ্রমিককে দিয়ে তার ব্যক্তিগত মরিচ ক্ষেতে নিড়ানোর কাজ করান বলে অভিযোগ পাওয়া গেছে, যা সম্পূর্ণ বেআইনি।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, ‘টিআর প্রকল্প জনগণের কল্যাণে ব্যবহারের কথা, কিন্তু আমাদের ওয়ার্ডের মেম্বার তা নিজের স্বার্থে ব্যবহার করছেন।’
স্থানীয় গৃহবধূ পাখি খাতুন বলেন, ‘শুনেছিলাম ইট বসবে, রাস্তা ভালো হবে। এখন দেখি শুধু মাটি ফেলে গেছে, এতে বর্ষায় চলাফেরা অসম্ভব হবে।’
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘কাজে অনিয়মের সুযোগ নেই। যদি অনিয়ম প্রমাণিত হয়, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
]]>