সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেয়া মোট ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করেছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৬ জন ভিকটিমকে দ্রুত সহায়তা এবং নিখোঁজ হওয়া ১২ জনকে উদ্ধার করেছে সেলটি।
আরও পড়ুন: শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক
মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা খালিদ হাসান ও ইকলাচুর রহমান মিঠু।
পুলিশ সুপার বলেন, ‘অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে গঠিত ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার পেট্রোলিং করে। পাশাপাশি ক্লু-লেস হত্যা, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
]]>