সোমবার (১৭ জুন) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৮ জুন) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর রানাপাশা গ্রামের মৃত আ. কাদের মিনারের ছেলে মহিদুল ইসলাম ওরফে মিন্টু মিনা (৩২) এবং মধ্য কামদেবপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রুবেল হাওলাদার (২০)।
আরও পড়ুন: ঝালকাঠিতে আমু-ওমর ছাড়া ১৬ আইনজীবীর সদস্য পদ বাতিল
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু (মামলা নং-১৩, জিআর নং-৯৭/২০২৫) করা হয়েছে। তারা মাদক বহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছে। নলছিটিকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।