মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় মো. শোভন মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। শোভন মৃধা ওই এলাকার প্রয়াত মোবাশ্বের আলী মৃধার ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত আনুমানিক দেড়টার দিকে একদল ডাকাত বাড়ির মুরগির খোপে হানা দেয়। তখন বাড়িতে মা ও ছেলে ছিলেন। মুরগির আওয়াজে তারা শিয়াল ভেবে বাইরে বের হলে ডাকাতরা দেশীয় অস্ত্র রামদার মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ সাড়ে ১০ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন: ঝালকাঠিতে পানির দাবিতে পৌরবাসীর বিক্ষোভ
পরে প্রতিবেশীদের সহায়তায় তারা বাধনমুক্ত হয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
]]>