ঝালকাঠিতে মশলায় রং মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
ঝালকাঠিতে মসলায় কৃত্রিম রং মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১০ মে) দুপুরে শহরের বাতাসাপট্টি এলাকায় ‘আদিব ফ্লাওয়ারমিল’-এ জরিমানা করা হয়। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানের নেতৃত্বে দেন।

আরও পড়ুন: সাতক্ষীরা ৬৫০ পিস গরান কাঠ জব্দ, জরিমানা

তিনি বলেন, ‘বাজার মনিটরিংয়ের নিয়মিত অংশ হিসেবে আদিব ফ্লাওয়ার মিলে গিয়ে এই মশলায় কৃত্রিম রং দেখতে পাই। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন