ঝালকাঠিতে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

৩ সপ্তাহ আগে
ঝালকাঠিতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানটির চালক তার সহকারী নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) দুপুরে জেলার রাজাপুর উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া পাকাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। হানিফ পরিবহনের ওই বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে দ্রুত গতিতে চলছিল। এ সময় একটি অটোরিকশাকে ওভারটেক করার পর বিপরীত দিক থেকে আসা ওই পিকআপটিকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মো. মশিউর রহমান মারা যান। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

পরে তার সহযোগী সুয়াজ বিশ্বাস স্থানীয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মধ্যে চালকের বাড়ি মাগুরা জেলায় এবং তার সহকারীর বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি তদন্ত।

]]>
সম্পূর্ণ পড়ুন