ঝালকাঠিতে তীব্র পানি সংকট, পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট। পানির দাবিতে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বাসিন্দারা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শতশত নারী-পুরুষ পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

প্রায় এক ঘণ্টা ধরে পৌরসভা ঘেরাও করে রাখেন তারা। পরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই পানির জন্য হাহাকার করছেন বাসিন্দারা। গ্রীষ্মের শুরুতে পানি সংকট আরও প্রকট হয়েছে। ফলে খাওয়া, গোসল, রান্না-বান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

 

আরও পড়ুন: গ্রীষ্মের শুরুতেই ঝালকাঠিতে তীব্র পানি সংকট, ভোগান্তিতে পৌরবাসী

 

তারা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ নষ্ট পাম্প ও দুর্বল সরবরাহ ব্যবস্থাকে দায়ী করলেও এর পেছনে রয়েছে চরম গাফিলতি।

 

মানববন্ধনে বক্তব্য দেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম।

 

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, ‘নিরবচ্ছিন্ন পানি সরবরাহের লক্ষ্যে সনাতন পদ্ধতির পরিবর্তে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধান হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন