ঝালকাঠিতে আমু-ওমর ছাড়া ১৬ আইনজীবীর সদস্য পদ বাতিল

৩ সপ্তাহ আগে
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি।

তবে সমিতিটির আজীবন সদস্য ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমীর হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমের সদস্য পদ এখনও বাতিল করা হয় নি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে ১৬জন আইনজীবীর সদস্যপদ বাতিলের বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত হওয়া গেছে।


তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সমিতির সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মো. মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

আরও পড়ুন: বর্ষায় চাহিদা বাড়ছে নৌকার, জমে উঠেছে আটঘরের হাট

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান বলেন, 'আমরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উল্লেখিত ১৬ জন আইনজীবীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। ওই ১৬ জনের মেধ্যে বেশির ভাগের বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে  
আইনজীবীদের মারধর ও মামলা-হামলায় জড়িয়ে হররানি করার অভিযোগের গুরুতর বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়া অপর কয়েকজনকে সমিতির চাঁদা পরিশোধ না করা এবং দীর্ঘ বছর আদালতে প্রাকটিসে অংশ না নেয়াসহ জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধি আচরণের কারণে সদস্য পদ থেকে বাদ দিয়েছে। আরও বেশ কয়েকজনের নামের তালিকাও করা হয়েছে। 


আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান বলেন, খুব শিগগিরই সাধারণ সভা ডেকে তাদের স্থায়ীভাবে বাদ দেয়ার সীদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে চাঁদা না দেয়া ও প্রাকটিসে অনুপস্থিত থাকা সদস্যরা পেশাগত নিয়মনীতি পালনের অঙ্গীকার করে আবেদন করলে তাদের ব্যাপারে চিন্তা করা হবে। কিন্তু বিগত আমলে আইনজীবীদের মারধর ও হামলা-মামলাকারীদের ছাড়া দেয়া হবে না। 


আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের প্রসঙ্গ তুললে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান, ‘ সামনে আমাদের সাধারণ সভা রয়েছে। সবাই চাইলে হতে পারে।’

]]>
সম্পূর্ণ পড়ুন