ঝালকাঠিতে আদালতের বারান্দায় বিচারপ্রার্থীকে ছুরিকাঘাত

৩ সপ্তাহ আগে
ঝালকাঠিতে জামিন চাইতে এসে আদালতের বারান্দায় হামলা ও ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ৪ তলায় ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তার প্রশ্নে আইনজীবীরাও শঙ্কিত হয়ে পড়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নলছিটি থানার জি আর ১৯/২৫(নীল) মামলায় আসামি জসিম মাঝি (২৫) আসেন জামিন চাইতে। তার অপর তিন ভাই আগেই জামিন পান। তাদের আইনজীবী এবং ঝালকাঠি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান নাসিম অভিযোগ করে বলেন, এই মামলাটির বাদী পক্ষ ও তাদের লোকজন প্রকাশ্যে আদালতের বারান্দায় হামলা চালিয়ে খুর জাতীয় ধারালো কিছু দিয়ে আমার মক্কেলকে নাকে কোপ কুপিয়ে জখম করেছে। ঘটনাটি কেবল বিচারপ্রার্থীর জন্যই নয়, এটা আইনজীবীদের নিরাপত্তার প্রশ্নে বড় ধরনের শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতে পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ করে এ ঘটনায় জড়িতদের অচিরেই দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন  আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান নাসিম।


এদিকে ঘটনার পর আহত জসিমকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনার সাথে জড়িত অভিযোগে তাৎক্ষণিক কোর্ট পুলিশ ৪ জনকে আটক করে থানায় সোপর্দ করে।


আরও পড়ুন: নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আহত জসিমের ভাই মিরাজ মাঝি বাদী হয়ে একই গ্রামে রফিকুল মাঝি (২৩), জহিরুল মাঝি (২৫), মনি আক্তার (৩৫) ও পপি আক্তার (২৭) নামে এই ৪ ভাই বোনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা সবাই জেলার নলছিটি উপজেলার লক্ষনকাঠি গ্রামের ফক্কর মাঝির সন্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন