ঝগড়ার পর স্ত্রীকে বুঝিয়ে ঘরে এনে হত্যা, মস‌জি‌দের ইমামের থানায় আত্মসমর্পণ

৪ সপ্তাহ আগে

পটুয়াখালী‌তে যৌতু‌কের দাবি‌তে স্ত্রী‌কে গলা কেটে হত‌্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালী‌র সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মে এ ঘটনা ঘটে। থানায় গিয়ে আত্মসমর্পণকারী নূর মোহাম্মদ হাওলাদার (৫০) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রা‌মের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। পুত্রবধূ রো‌জি আক্তার, নুপুর আক্তার ও স্থানীয়রা... বিস্তারিত

সম্পূর্ণ পড়ুন