ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে সাবেক প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

৬ দিন আগে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আব্দুল্লাপুরে ‘বর্তমান প্রেমিকের সঙ্গে ঝগড়া মিটিয়ে দেবে’ এমন আশ্বাস দিয়ে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে সাবেক প্রেমিক। এ সময় তা ভিডিও ধারণ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত তরুণীর সাবেক প্রেমিক ও ধর্ষণে অভিযুক্ত নয়ন মোল্লাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা করেন। পুলিশ রাতেই আব্দুল্লাপুর গ্রামের নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করেছে।


পুলিশ জানায়, তরুণীর সঙ্গে নয়ন মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক বিচ্ছেদ হলে এই তরুণী সিয়াম নামে অপর একজনের সঙ্গে সম্পর্কে জড়ান। সিয়ামের সঙ্গে এরই মধ্যে মনোমালিন্য হয় তরুণীর। এর সুযোগ নিয়ে বিবাদ মেটানোর টোপ দিয়ে গত ২৮ মার্চ তরুণীকে নিজ বাড়িত নেন নয়ন মোল্লা। বাড়িতে যাওয়ার পরই জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করে নয়ন।

 

আরও পড়ুন: ভোলায় বলৎকার ও গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

 

ঘটনাস্থলে আগে থেকে থাকা নয়নের সহযোগী জীবন শেখ (২০), আপন ব্যাপারী (১৯), আরমান (১৮) ও মিরাজ (১৯) গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বাকিরাও ধর্ষণ করে তরুণীকে।

 

তরুণী বিষয়টি কাউকে না জানালেও তারা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার ছড়িয়ে দেয়। পরে তরুণীর বাবা থানাপুলিশের দারস্থ হন।

 

আরও পড়ুন: স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

 

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে ধর্ষণ এটি। গ্রেফতার প্রধান আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের নানা কৌশলে এ ঘটনা ঘটনায়। বাকি ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন