বিকেএসপির মাঠে মঙ্গলবার (২৬ আগস্ট) টান টান এক উত্তেজনার ম্যাচের সাক্ষী হয়েছে সমর্থকরা।
এদিন আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। ছেলেদের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলে আলিফ। এ ছাড়া আফ্রিদি ৫০, প্রণব ২৪ ও ইরফান ২০ রান করে। বাংলাদেশ নারী সবুজ দলের হয়ে দুইটি উইকেট নিয়েছেন নিশিতা নিশি। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সুলতানা ও রাবেয়া।
রান তাড়ায় নেমে বাংলাদেশ নারী সবুজ দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন শারমিন সুপ্তা ও ফারজানা হক। ২৭ রানের সময় ফারজানাকে ফিরিয়ে জুটি ভাঙেন অমিত। দ্বিতীয় উইকেটে শারমিন ও রুবাইয়া হায়দার ঝিলিক মিলে ৫৬ রান যোগ করেন। শারমিন ৩৬ ও ঝিলিক আউট হয়েছেন ৩৩ রানে। দ্রুতই ফিরেছেন সোবহানা ও তাজ নেহার।
আরও পড়ুন: সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
দ্রুতই কয়েকটি উইকেট হারানোর পর নাহিদা ও স্বর্ণা মিলে দলকে টেনে নেয়ার চেষ্টা করেন। দ্রুত রান তোলার চেষ্টায় ২৯ বলে ২১ রানে আউট হয়েছেন স্বর্ণা। শেষের দিকে ফারজানা ১৪ ও রাবেয়া ১৩ রান করেন। অধিনায়ক নাহিদা অপরাজিত ছিলেন ৫৯ বলে ২৬ রান করে। এদিন জয়ের খুব কাছাকাছি ছিল সবুজ দল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান। এর মধ্যে প্রথম বলে ২ রান তুলে নিলেও বাকি ৫ বলে ৩ রান তুলতে ব্যর্থ হয় তারা। ম্যাচ টাই হওয়াতে, খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে মাত্র ৫ রানের লক্ষ্যে পেয়ে ২ বলে জয় তুলে নেয় অনূর্ধ্ব-১৫ দল। তাতে বিসিবি উইমেন্স চ্যালেঞ্জ কাপের অপরাজিত চ্যাম্পিয়নও হয় তারা।
আগামী সেপ্টেম্বর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জ্যোতিদের প্রস্তুতির জন্য ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলকে নিয়ে এ উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ জাতীয় নারী দল লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে। এর মধ্যে দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দল। প্রথম দেখায় ১৮১ রান তাড়া করতে নেমে ৮৭ রানের বড় হারের পর, দ্বিতীয় ম্যাচে ৪৯ রানে অলআউট হয়ে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে তারা।
আরও পড়ুন: এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
অন্যদিকে প্রথম ম্যাচে কিছুটা লড়াই চালিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্রায় জয়ও তুলে নিয়েছিল নাহিদা আক্তারের সবুজ দল। প্রথম ম্যাচে ৩০ ওভারে ১৭৭ রান তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ৪১ রানে হেরেছিল নাহিদার দল।