জয়পুরহাটে সড়কে প্রাণ গেল রিকশাচালকের

৫ দিন আগে
জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণের ট্রাকের সঙ্গে ধাক্কায় নূর মিয়া (৪২) নামে ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এর আগে রোববার (১৩ এপ্রিল) দিনগত রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নূর মিয়া জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম নলপুকুর পাড়ার লুৎফর রহমানের ছেলে।


জানা গেছে, প্রতিদিনের মতো জয়পুরহাট শহরে রিকশা চালিয়ে নূর মিয়া রাতে বটতলী বাজারে শাক সবজি কিনতে যান। সেখান থেকে নিজ বাড়ি কোমর গ্রাম নল পুকুর পাড়ায় ফেরার পথে বানিয়াপাড়া পুলিশবক্স সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণের ট্রাকের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করলে সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ নেই। রিকশাচালক নূর মিয়া চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে মারা গেছেন। সেখান থেকে সব কার্যক্রম শেষ করে তারা মরদেহ দাফন করবেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন