জয়পুরহাটে বিএনপি-জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

১ সপ্তাহে আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট-২ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।


নোটিশপ্রাপ্তরা হলেন: বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম রাশেদুল আলম। তারা জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ব্যবহার করে প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টার ও হ্যান্ডবিল প্রচার করেন। পাশাপাশি এসব উপকরণ নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকা ও হাট-বাজারে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।


আরও পড়ুন: জামালপুরে-৫: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ


কমিটির মতে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে না- সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।


নোটিশে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় জয়পুরহাট সদর সিনিয়র সিভিল জজ ও কমিটির প্রধান মো. ফয়সাল আহমেদের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন