জয় দিয়ে বছর শুরু আবাহনীর, কিংসকে রুখে দিয়েছে ফকিরেরপুল

১ সপ্তাহে আগে
গেল বছরের শেষদিকে একেবারেই ছন্নছাড়া ছিলো আবাহনী লিমিটেড। তবে সেই বিবর্ণতা ঝেড়ে বছরের শুরুটা দারুণ জয়ে রাঙিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। অন্যদিকে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস।

শনিবার (৩ জানুয়ারি) মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। দিনের আরেক ম্যাচে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। 

 

আরও পড়ুন: বেতন বকেয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

 

ম্যাচের ৯ মিনিটে দলকে লিড এনে দেন সুলেমান দিয়াবাতে। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো মাতোস। ম্যাচের ৬০ মিনিটে ফের জালের দেখা পান দিয়াবাতে। আর তাতেই ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। 

 

বছরের শুরুটা জয়ে রাঙিয়েছে ফর্টিস এফসিও। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন পা ওমার বাবু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ওকাফোর। 

 

আরও পড়ুন: রোনালদোর নিষ্প্রভ রাতে সৌদি লিগে প্রথম হার আল নাসরের

 

দিনের আরেক ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সাথে ১-১ ড্র করেছে রহমতগঞ্জ। ১৬ মিনিটে সফল স্পট কিকে রহমতগঞ্জকে এগিয়ে নেন সলোমন কিং। প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিক সমতায় ফেরান পুলিশকে। ম্যাচের ১৭ মিনিটে মিনিটে লাল কার্ড দেখেছিলেন আমিরুল ইসলাম। 

 

লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কিংস, আর দ্বিতীয় স্থানে আছে ফর্টিস। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ আছে টেবিলের তিন নম্বরে। চতুর্থ স্থানে পুলিশের পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান আবাহনীর।

]]>
সম্পূর্ণ পড়ুন