ফকিরেরপুল ইয়ংমেন্স হারাতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে আবাহনীকে। গোল পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে। এছাড়া এবার কোনও বিদেশি ছাড়াই দল গঠন করেছে আবাহনী।
আরও পড়ুন: বার্সার ১২৫তম জন্মদিনে ভক্তদের উদ্দেশে মেসির বার্তা
কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি এনে দেন। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে পেনাল্টি থেকে। তাদের একজন খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে বক্সে ফেলে দেয় ইয়ংমেন্সের ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাফর ইকবাল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের ২৪ নম্বরে রিয়াল, ফাইনালের নিশ্চয়তা দিলেন আনচেলত্তি
দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ঘানাইয়ান মিডফিল্ডার মামুদ ওশি এগিয়ে দেন রহমতগঞ্জকে। তার ৮ মিনিট পর মিরশীয় ডিফেন্ডার মোস্তফা কাহরাবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার তাজ উদ্দিন।
ম্যাচের ৭০ মিনিটে ঘানার ফরোয়ার্ড ফেলিক্স তেতে তৃতীয় গোল করেন। ৭৪ মিনিটে ব্যবধান কমায় ফর্টিস। গোলটি করেন মঞ্জুরুর রহমান মানিক। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। এর আগে ফেডারেশন কাপের উদ্বোধন হবে ৩ ডিসেম্বর।
]]>