অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৩১তম মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন হ্যারি কেইন। লিগে এই ইংলিশ তারকার এটি ২৫তম গোল। লিগে শীর্ষ গোলস্কোরারও কেইন। আর দ্বিতীয় গোলটি আসে ম্যাচ শেষের একেবারে শেষ মিনিটে। অলিসে ৯০তম মিনিটে গোল করলে বায়ার্নের জয় নিশ্চিত হয়।
আরও পড়ুন: এই মৌসুমে যেসব আর্জেন্টাইন ইউরোপিয়ান ট্রফি জিততে পারেন
তবে ম্যাচের ৮৪তম মিনিটেই কোচ কম্পানি মুলারকে উঠিয়ে নেন। মাঠ ছাড়ার আগে ঘরের মাঠের দর্শকদের অভ্যর্থনা জানান এই জার্মান তারকা।
মুলার বায়ার্নের যুব একাডেমি থেকে উঠে এসে ক্লাবের হয়ে রেকর্ড ১৩টি লিগ শিরোপাসহ অগণিত ট্রফি এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। বায়ার্নের হয়ে শেষ মৌসুমেও শিরোপা জিতেই ক্লাব ছাড়লেন ৩৪ বছর বয়সি এই তারকা।