আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কনফারেন্স লিগ জয়ী চেলসির হয়ে গোল করেছেন পেদ্রো নেতো এবং এঞ্জো ফার্নান্দেজ।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে চেলসি। দুই হাফে একটি করে গোল হয়েছে। ম্যাচের ৩৪তম মিনিটে জ্যাকসনের পাস থেকে গোল করেন নেতো। আর ৭৯তম মিনিটে গোল পান ফার্নান্দেজ। চেলসির নতুন সাইনিং লিয়াম ডেলাপের পাস থেকে গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
আরও পড়ুন: অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি
এদিকে রাতের আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। বোকা প্রথমে দুই গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয় হাফের শেষ সময়ে গোল দিয়ে ম্যাচ ড্র করে বেনফিকা।