জ্বলন্ত তেল শোধনাগারের সামনে টিকটক ভিডিও, দুই রুশ তরুণী গ্রেফতার

১ সপ্তাহে আগে
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সোচিতে ইউক্রেনের ড্রোন হামলায়র আগুন ধরে যাওয়া একটি তেল শোধনাগারের সামনে টিকটক ভিডিও করায় দুই রুশ তরুণীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাদের গ্রেফতার করে। স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

রাশিয়ার হামলার জবাবে গত রোববার (১ আগস্ট) সকালে ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলায় রাশিয়ার সোচিতে একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে। ওইদিন রাষ্ট্রীয় তেল কোম্পানি রোজনেফ্টের মালিকানাধীন জ্বলন্ত তেল শোধনাগার পেছনে করে টিকটক ভিডিও বানান দুই তরুণী ও এক তরুণ।

 

ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, জ্বলন্ত তেল শোধানাগার থেকে কালো ধোয়ার কুণ্ডলি আকাশে উঠে যাচ্ছে। আর এদিকে একটি জনপ্রিয় রুশ র‍্যাপ গানের তালে তালে টিকটক ভিডিও করছেন দুই রুশ তরুণী। এ সময় তাদের পেছনে এক তরুণকেও দেখা যায়।

 

জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ ঘটনায় রুশ কর্মকর্তারা ভিডিওটিকে ‘অসংবেদনশীল ও অনুপযুক্ত’ বলে সমালোচনা করেন। রাশিয়ার সেফ ইন্টারনেট লীগের প্রধান ও ক্রেমলিনের নৈতিক অভিভাবক ইয়েকাতেরিনা মিজুলিনা ভিডিওটি শেয়ার করে বলেন, ‘রাতে সোচিতে ড্রোন হামলার পর তরুণরা ভিডিও ধারণ করছে। তারা কি বোঝে না যে, এটা বিপজ্জনক।’

 

আরও পড়ুন: পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, রাশিয়ার ‘ডেড হ্যান্ড’ আসলে কী

 

এর পরপরই এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, তারা ভিডিওতে দেখা যাওয়া দুই তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে এবং তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করে ব্যবস্থা নেয়া হবে।

 

কয়েক ঘন্টা পর রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুই তরুণীর একজন হলেন দারিয়া ভ্লাদিমিরোভনা লসকুটোভা (২০) এবং অপরজন হলেন কারিনা এভজেনিভনা ওশুরকোভা (১৯)।

 

তরুণের পরিচয় জানানো হয়নি। তারা রাশিয়ার সভেরদলোভস্ক অঞ্চলের শিল্প নগরী নিঝনি তাগিলের বাসিন্দা। ঘটনার দিন তারা সোচি ভ্রমণে এসেছিলেন।

 

তাদেরকে ড্রোন হামলার স্থানের কাছের এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তারা যেটা করেছেন তার জন্য দোষ স্বীকার করেন। এরপর তাদের রাশিয়ার একটি আদালতে হাজির করা হয় এবং সেখানেও তারা ক্ষমা প্রার্থনা করেন।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া!

 

তারা বলেন, ‘অগ্নিকাণ্ডের পটভূমিতে ভিডিওটি ধারণ করে সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা কাউকে অপমান বা আঘাত করার উদ্দেশ্যে ভিডিওটি পোস্ট করিনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, এই ধরনের ভুল আর হবে না। আমরা রুশ আইনের আওতায় যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।’

 

ভিডিওটি ধারণের ঘটনায় ২০ বছর বয়সি তরুণী দারিয়া ভ্লাদিমিরোভনা লসকুটোভা জরুরি অবস্থার সময় জননিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ৩০ হাজার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন