জোগান-চাহিদার সমন্বয় না হলে মুদ্রাস্ফীতি কমানো কঠিন: ডেপুটি গভর্নর

৪ সপ্তাহ আগে
মুদ্রাস্ফীতি কমাতে হলে পণ্যের জোগান ও চাহিদার সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংক সিলেট শাখা প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

মো. হাবিবুর রহমান জানান, মুদ্রাস্ফীতি কমাতে হলে পণ্যের জোগান ও চাহিদার সমন্বয় করতে হবে। এর জন্য সরকার ও বিভিন্ন অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে।

 

আরও পড়ুন: খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের নিচে

 

সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, দুর্নীতি বন্ধ থাকলে দেশের উন্নয়ন হবে এবং ব্যাংকিং খাত সমৃদ্ধ হবে। জিডিপি ও রিজার্ভ বাড়বে। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিবেশ অনুকূলে থাকায় রিজার্ভ ৩১ মিলিয়ন ডলার পার হয়েছে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (মনিটারি পলিসি) মাহমুদ সালাহউদ্দিন, ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক খালেদ আহমেদ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন