জেল খাটার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটার

১ দিন আগে
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নাম আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টুর্নামেন্টটি এর ব্র্যান্ড ভ্যালু এবং জাঁকজমক আয়োজনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। তবে ফিক্সিং কাণ্ডের জন্য এই লিগ কলঙ্কিতও হয়েছে।

প্রায় এক যুগ আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ফিক্সিংয়ের ঘটনা প্রকাশ্যে আসে। আলোড়ন ফেলে দেয়া ওই ঘটনায় তিনজন ক্রিকেটার শাস্তি পেয়েছিলেন। তাদেরই একজন ভারতের হরিয়ানা অঞ্চলের ক্রিকেটার অজিত চন্ডিলা। ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে জেল খাটতে হয়েছে রাজস্থান রয়্যালসের সাবেক এই ক্রিকেটারকে। 

 

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়ার পর লম্বা সময় জেলে ছিলেন চন্ডিলা। বন্দী থাকার সময়ই নিজের ভাইকে হারান তিনি। শেষবারের মতো ভাইকে দেখতে না পাওয়ার সেই দুঃসহ স্মৃতির কথা জানিয়েছেন চন্ডিলা নিজেই।

 

আরও পড়ুন: বলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে অস্ট্রেলিয়ার আম্পায়ার

 

সম্প্রতি এক পডকাস্টে ওই সময়ের স্মৃতি মনে করে চন্ডিলা বলেন, ‘যা-ই হয়ে থাক, ওই সময়ের কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। গোটা বিশ্ব জানে যে কিছুই হয়নি। ওই ঘটনায় জড়িত থাকলে আজ আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। সম্প্রতি একটা লিগে খেলেছি। আমার উপর আস্থা রাখার জন্য ওদের ধন্যবাদ। ওরা আমাকে জীবনে ফিরিয়ে এনেছে। ১১ বছর পর ক্রিকেট খেলেছি। আইপিএলের ওই সময়টা দুঃস্বপ্নের মতো। কখনও মনে রাখতে চাই না।’

 

আইপিএলে ফিক্সিংয়ের অভিযোগে চন্ডিলার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন শ্রীশান্ত এবং অঙ্কিত চৌহানও। জেলে যাওয়ার পর শাস্তি কমানো হয়েছিল বিশ্বকাপজয়ী ক্রিকেটার শ্রীশান্তের। তাকে ক্রিকেটেও ফিরতে দেয়া হয় দ্রুত। তখনই না পারলেও সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন চন্ডিলাও। তবে জেলে থাকা ওই সময়টায় আত্মহত্যার মতো কঠোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন তিনি।  

 

আরও পড়ুন: টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, দু’বছর পর ফিরলেন এমবুলদেনিয়া

 

তিনি বলেন, ‘পরিবার আমাকে শান্ত রেখেছিল। না হলে হয়তো নিজেকে শেষ করে দিতাম। জেলে থাকার সময় আমার ভাইয়ের মৃত্যু হয়। কেউ আমাকে জানায়নি। মৃত্যুর আগে ওর সঙ্গে আমার দেখা হয়নি। মাত্র দু’দিনের জন্য বাড়ি ফিরতে পেরেছিলাম। সব শেষ হয়ে গিয়েছিল। আমি দোষী নই সেটা বার বার বোঝানোর চেষ্টা করেছিলাম। তাতেও কাজ হয়নি।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন