জেনেভায় ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২ সপ্তাহ আগে
ইসরাইলের সামরিক আগ্রাসনের মধ্যে ‘কোনো আলোচনা নয়’ বললেও ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এরই মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় একটি হোটেলে পৌঁছেছেন। খবর আল জাজিরার।

শুক্রবার (২০ জুন) ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এক সপ্তাহ আগে ইরানের উপর ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক এটা।

 

ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে জেনেভা রওনা হওয়ার আগে আরাঘচি বলেন, ইসরাইল হামলা চালিয়ে গেলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হবে না। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইসরাইলের বিরুদ্ধে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি, তারপর অন্যান্য দেশ নিজেদের দূরে সরিয়ে রাখবে।’

 

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। 

 

আরও পড়ুন: ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার ইসরাইলি ষড়যন্ত্র নস্যাৎ

 

ইসরাইলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন।

 

২০১৫ সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইইউ। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 

 

তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। পরমাণু ইস্যুতে নতুন চুক্তির লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান নতুন করে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। 

 

আরও পড়ুন: যুদ্ধ অবসানের একমাত্র পথ ইসরাইলের বিমান হামলা থামানো: ইরানের প্রেসিডেন্ট

 

এদিকে জেনেভায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন বলেছেন, তিনি আশা করছেন, ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিলের দাবি জানাবেন।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন