জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির

৩ সপ্তাহ আগে
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় সাক্ষাৎ করেন। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫। তাদের সাক্ষাৎটি ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরুর আগে ঘটে, যা যুক্তরাষ্ট্র আশা করছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আসবে। তাদের দুজনের বৈঠকে যুবরাজ ইউক্রেনের সংকট সমাধান এবং শান্তি অর্জনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার সকালে এই খবরটি নিশ্চিত করেছে। ২০২২ সালে রুশ আগ্রাসনের পর থেকে সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তাদের উদ্যোগগুলির মধ্যে রয়েছে বন্দি-বিনিময়ে মধ্যস্থতা এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গত মাসে বৈঠক আয়োজন করা।⁣ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পর সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে প্রথম আলোচনার আয়োজন করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ বলেছেন যে তিনি এই আলোচনাগুলি নিয়ে উচ্চাশা পোষণ করেন। ইউক্রেন মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা জানিয়ে বলেছে, আলোচনা 'খুবই গঠনমূলকভাবে' শুরু হয়েছে, এবং রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায় রয়েছে।
সম্পূর্ণ পড়ুন