ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট ১৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভিক্টোরিয়া। ব্লেক ম্যাকডোনাল্ড ৪০, জো ক্লার্ক ৩২ এবং স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩০ রান।
রংপুরের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। টাইগার এই লেগি ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মেহেদী হাসান ২৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন খুশদিল এবং কামরুল ইসলাম।
আরও পড়ুন: বাবর-রিজওয়ান ও শাহিনকে ছাড়াই পাকিস্তানের জয়
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো রংপুর। টেইলর ও সৌম্যের ওপেনিং জুটি থেকে আসে ৫১ রান। টেইলর ২৬ করে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সৌম্য। ৫১ করে সৌম্য ফেরার পর খেই হারিয়ে ফেলে রংপুর। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
শেষ দিকে খুশদিল শাহ এবং রিশাদ হোসেনের চেষ্টার পরেও ম্যাচ জেতা হয়নি। শেষ হাসি হেসেছে ভিক্টোরিয়াই। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে থামে রংপুর। ভিক্টোরিয়ার হয়ে ৩ উইকেট নেন কালাম স্টো। ২ উইকেট তোলেন ম্যাক্স ব্রিথিসেল।
রংপুরের পরের ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, প্রতিপক্ষ তানজিম হাসানের সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।