জুলাই হত্যাকাণ্ড ও ১৭ বছরের গুম-খুনের বিচার কবে, প্রশ্ন স্বজনদের

৩ দিন আগে
জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। এছাড়া গত ১৭ বছর ধরে গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারগুলো বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১ জুলাই) বিএনপি আয়োজিত আলোচনা সভায় সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন।  

 

স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপোড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়িয়েছে সব সময়। চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্যান্য শহীদের অভিভাবকের কষ্টকেও। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি, বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীদের।

 

স্বৈরাচারীর বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।  

 

স্বৈরাচারের পতনের এক বছর পার হয়ে গেলেও অমানবিক হত্যাকাণ্ড ও গুমের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

 

আরও পড়ুন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

]]>
সম্পূর্ণ পড়ুন