জুলাই সনদ স্বাক্ষর ও শহীদ পরিবারদের অবমাননা নিয়ে ক্ষোভ ঝারলেন সারজিস

১ সপ্তাহে আগে
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে অন্তর্বর্তী সরকার আবারো দায়সারা মনোভাব দেখিয়েছে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। একই সাথে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের অবমাননা ও লাঠিচার্জ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন সারজিস আলম।

 

সারজিস বলেন, সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করুক আর না করুক- সরকার সেইফ এক্সিট এর নামে শুধু নামমাত্র স্বাক্ষর করেই নির্বাচনে যেতে চায়। এজন্যই এনসিপি ওই স্বাক্ষরে অংশ নেয়নি।

 

একই সাথে আরও বলেন, আমরা দেখলাম, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একধরনের রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে যেখানে প্রধান অতিথিদের আসনে রাজনৈতিক নেতাদের স্থান দেয়া হয়েছে, সেখানে থাকার কথা ছিল জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের।

 

আরও পড়ুন: দেশের প্রয়োজনে ইলেক্টোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে এনসিপি: সারজিস

 

জুলাই যোদ্ধাদের প্রতি এমন অবমাননাকর আচরণের প্রতিবাদ জানিয়ে সারজিস বলেন, ক্ষোভ প্রকাশ ছিল স্বাভাবিক। কিন্তু ভিন্নভাবে ডিল না করে লাঠিচার্জ, টিয়ারশেল এবং রাবার বুলেট ব্যবহার দুঃখজনক। এই ধরণের কালচার জুলাইয়ের যোদ্ধাদের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর জবাব অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে দেবে, এর দায় তারা কীভাবে নেবে- এই প্রশ্নের উত্তর তাদের থেকেই নেয়া উচিত।

 

এনসিপির এই নেতা বলেন, যেগুলো একদিনেই পরিষ্কার করে ডিক্লারেশন দেয়া যায় দেশের মানুষের সামনে, সেগুলোতেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো রেসপন্স দেয়নি। আমরা আমাদের জায়গা থেকে একদম পরিষ্কার জানিয়েছি- ৫ আগস্টের পর থেকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু ঘোষণাপত্র কেবল একটি নামমাত্র লিখিত কাগজ হয়েই বসে আছে। এর কোনো কার্যকারিতা আমরা দেখছি না। কিছুদিন পর দেখা যাবে অভ্যুত্থানটাই আর থাকবে না। আবার কিছুদিন পর দেখা যাবে, এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, তাদের বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে মামলা দেয়া হবে, আইনের আওতায় আনা হবে। তাই, আমাদের ওই জায়গাটা পরিষ্কার লাগবে- যখনই আমরা জুলাই সনদে স্বাক্ষর বা সেই চিন্তা করবো।

 

কিন্তু সবারই ইচ্ছা ছিল বলেই ঐক্যমত কমিশন-এ ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন মিটিং হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত স্বাক্ষরের জন্য যে ঐক্যমত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করা প্রয়োজন ছিল, তা না করে যখন দায়সারা ভাব নিয়ে স্বাক্ষর করানো হয়-তখন আমাদের মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষার সেইফটি না দিয়ে, নিজেদের সেইফটির কথাই বারবার ভাবছেন।

 

আরও পড়ুন: সারজিসকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বললেন প্রিন্স


এসময় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানসহ খেলা আয়োজক কমিটির সদস্যরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন