বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন আবদুল কাইয়ুম সোহাগ। কর্মসূচিতে অন্যান্য জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন।
‘মার্চ ফর আওয়ার রাইটস' জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা নানা স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ’সাঈদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ', 'আপোস না রাজপথ, রাজপথ রাজপথ', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: জুলাই শহীদদের স্মরণে দোয়া, খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর
জুলাই সনদ নিয়ে গড়িমশি না করে দ্রুত ঘোষণার দাবি জানান তিনি।