মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টরেট মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইমাম, মোয়াজ্জিন শহীদ ও আহতদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুলাই হত্যাকাণ্ড ও ১৭ বছরের গুম-খুনের বিচার কবে, প্রশ্ন স্বজনদের
দোয়া শেষে নগরীর হাদিস পার্কে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ স্বাক্ষর করেন। মাসজুড়ে জুলাই স্মরণে বিভিন্ন আয়োজনের কথা উপস্থিত ছাত্র নেতারা।