জুলাই ঘোষণাপত্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের পরওয়ার

১ সপ্তাহে আগে
জুলাই ঘোষণাপত্র নিয়ে দলীয় ফোরামে পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

আরও পড়ুন: এই ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আমরা হতাশ: ডা. তাহের

 

প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা নিজেদের দলীয় ফোরামে ঘোষণাপত্র নিয়ে একটু পর্যালোচনা করবো। তবে আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে; সেটা এসেছে। অন্তত এটাকে ইতিবাচক মনে করি। আমরা ঘোষণাপত্র নিয়ে দলের অভ্যন্তরীণরা বসবো, তারপর প্রতিক্রিয়া জানাবো।’

]]>
সম্পূর্ণ পড়ুন