জুলাই গণহত্যার বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে: নাহিদ

৩ দিন আগে
জুলাই গণহত্যার বিচারের মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।  হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার মাহফিলে

 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত সম্ভব নয়, দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশের বিপদ এখনো কাটেনি। গণহত্যার বিচারের মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

 

ইফতারে অংশ নিয়ে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের মধ্যে নীতিগত দ্বিমত রয়েছে তবে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সফলভাবে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করে সকল বিভেদের অবসান হবে।

 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে কী ভাবছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

 

তিনি আরও বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি।

 

ইফতার মাহফিলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন