শুক্রবার (১৭ অক্টোবর) মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শহীদ ডা. সজীবের বাবাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন।
ডা. রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তিনি।’
আরও পড়ুন: মিরপুরে ১৬ জনের প্রাণহানিতে তারেক রহমানের শোক, চান সুষ্ঠু তদন্ত
এ সময় শহীদ ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, ‘আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, শহীদ ডা. সজীবের মা দীর্ঘ ১ বছর ধরে শয্যাশায়ী। ৪ ঘণ্টা তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান ও মুসরিক প্রমুখ।

 ১ সপ্তাহে আগে
                        ২
                        ১ সপ্তাহে আগে
                        ২
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·