জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান মাওলানা মামুনুল হকের

১ দিন আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত মাসিক নির্বাহী বৈঠকের সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করুন।

শনিবার (১০ মে) আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
 

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল আওয়ামী রাজনীতি নিষিদ্ধকরণের চলমান আন্দোলন, নারী সংস্কার কমিশন, গাজায় ইসরায়েলের গণহত্যা, পাক-ভারত সামরিক উত্তেজনা এবং দলের সাংগঠনিক তৎপরতা।

 

আরও পড়ুন: রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

 

সভায় মাওলানা মামুনুল হক বলেন, 

 

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী, ধর্মবিরোধী ও ফ্যাসিবাদী দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে চিহ্নিত। তারা বিডিআর হত্যা, শাপলা গণহত্যা, জুলাই-আগস্ট গণহত্যাসহ হাজার হাজার খুন, গুম ও অপহরণের সঙ্গে যুক্ত। এমন একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা এখন সময়ের দাবি ও দেশের স্বার্থে অপরিহার্য।

 

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন। দেয়ালে লেখা স্লোগান ও গ্রাফিতি নিয়ে সংকলন করেছেন, বিতরণ করেছেন, এবার নিজে পড়ুন, উপলব্ধি করুন। এই বিপ্লব হাজার হাজার ছাত্র-জনতার রক্তে রঞ্জিত — এটিকে ব্যর্থ করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’

 

নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণের প্রতিক্রিয়ার মুখে আমরা আশা করেছিলাম সরকার এ ব্যর্থ কমিশন বাতিল করবে। কিন্তু তারা না করে বরং উপদেষ্টারা এর পক্ষে বক্তব্য দিচ্ছেন। এতে মনে হচ্ছে, সরকারের প্রকৃত উদ্দেশ্য হলো ‘ধর্ম সংস্কার কমিশন’ প্রতিষ্ঠা। তিনি এই তথাকথিত কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানান।

 

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, 

 

এটি একটি ভয়াবহ গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ সরকারেরও উচিত দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করা।এছাড়া তিনি পাক-ভারত চলমান সামরিক উত্তেজনা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা কুরবান আলী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইন, শরীফ সাঈদুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন