জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় মোমবাতি প্রজ্বলন

১৭ ঘন্টা আগে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও অভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি কর্মসূচি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে খুলনা নগরীর জিয়া হল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘড়ির কাটা যখন ঠিক ১২টায়, তখনই শুরু হয় জাতীয় সংগীত। 

 

‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে করা হয় মোমবাতি প্রজ্বলন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহানগর শাখার সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। 

 

আরও পড়ুন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

 

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখা ছাড়াও অন্তর্ভুক্ত কলেজ, থানা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান জুলাই-আগস্ট আন্দোলন দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এগিয়ে যেতে হবে।

 

আরও পড়ুন: যশোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা

 

]]>
সম্পূর্ণ পড়ুন