তিনি বলেন, ‘যত সরকার এদেশে এসেছে তারা সবাই ক্ষমতায় এসে জাতীয় নির্বাচন করে চলে গেছে। স্থানীয় সরকারের নির্বাচনের দায়িত্ব নির্বাচিত সরকারের।’
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুর এলাকায় খলিলপুর-মনুমুখ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
টুকু আরও বলেন, ‘এটি পরিষ্কার বিএনপি জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচন মানে না। তাই আপনাদের বলতে চাই পথ বড় পিচ্ছিল। এ পথ আমাদের অতিক্রম করে আগামী নির্বাচনের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। কাজেই বিএনপির নেতাকর্মীরা এমন কোনো কাজ করবেন না, যাতে দল বদনামি হয়।
আরও পড়ুন: জিয়া ছাড়া কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না: নজরুল ইসলাম
টুকু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘একটা দল মাঠে নেমে আল্লাহ এবং ধর্মের দোহাই দিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে, এক সময় ছাত্রলীগ খেয়েছে। আবার আরেক দল খাওয়ার জন্য পাঁয়তারা করছে। তাদের থেকে সাবধান।’
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, এম এ মুকিত, সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিছবাহ সিদ্দিকী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিকে গউছ প্রমুখ।
আরও পড়ুন: সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল
বিএনপির এ নেতা আরও বলেন, ‘বিএনপি যারা করে তারা মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহকে নিয়ে রাজনীতি করি না। এটাই তফাৎ।’
তিনি বিএনপির নেতাকর্মীদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসেনি। ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র। দলের নেতাকর্মীরা ক্ষমতা এসেছে ভাবলে ভুল করবে। বিএনপির জন্য কঠিন সময় আসছে। কারো সাথে খারাপ ব্যবহার করবে না। খারাপ ব্যবহার করে থাকলে আপনারা ক্ষমা চান। ক্ষমা চাইলে মানুষ ছোট হবে না। ক্ষমা না চাওয়ার জন্য শেখ হাসিনার কী হয়েছে দেখেছেন? একবার ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছে। মানুষ আর তাকে ক্ষমা করবে না।’