জুটি বাঁধতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইয়ামালের বন্ধু!

৩ সপ্তাহ আগে
দলবদলের বাজারে অনেকদিন থেকেই বড় কোনো বোমা ফাটাতে পারেনি বার্সেলোনা। তবে এবারের দলবদলে সরব কাতালান জায়ান্টরা। সবশেষ লিগ মৌসুমে লা লিগার শিরোপা জেতা বার্সেলোনা শিরোপা ধরে রাখতে আক্রমণভাগের শক্তি বাড়াতে তৎপর। আগামী মৌসুমে লামিনে ইয়ামালের সঙ্গে জুটি গড়তে দেখা যেতে পারে আরেক স্প্যানিশ তারকাকে।

গত ইউরোয় লামিনে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামসের জুটিতে ভর করেই স্পেন তাদের ইতিহাসের চতুর্থ শিরোপা জিতেছিল। দুজন দুই ক্লাবে খেললেও তাদের বন্ধুত্ব নজর কেড়েছে অনেকবার। এবার বার্সেলোনাতেও দেখা যেতে পারে ইয়ামাল-উইলিয়ামসের জুটি। গণমাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে।


ফুট মারকেতোর দাবি অনুযায়ী, অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে ছয় বছরের চুক্তির জন্য প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা, যে চুক্তি অনুযায়ী তিনি ২০৩১ এর গ্রীষ্ম পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন।


গত ইউরোয় ইয়ামালের সঙ্গে তার নজরকাড়া জুটি কাতালান ক্লাবটিতে তার যোগ দেয়ার গুঞ্জনে হাওয়া দেয়। শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিলে প্রতি মৌসুমে ১২ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৯ কোটি ৭৮ লাখ টাকা) বেতন পাবেন এই ২২ বছর বয়সী।

 

আরও পড়ুন: ব্রাজিলের হেক্সা পূরণে আনচেলত্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত কাফু


উইলিয়ামসকে গত মৌসুমেই দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিল বার্সেলোনা। দলবদলে কাতালানদের অগ্রাধিকার তালিকার শীর্ষে ছিলেন তিনি। কিন্তু দানি ওলমোকে কেনার পর আর্থিক সংকটে ভোগা কাতালানদের নিকোকে দলে ভেড়ানোর পরিকল্পনা থেকে সরে আসতে হয়। তবে বার্সার প্রতি এই ২২ বছর বয়সীর আগ্রহের প্রশংসা করেছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান ল্যাপোর্তা।


এবারের দলবদলের শুরুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিকোর নাম জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত আলো মুখ দেখেনি। নতুন করে বার্সা ফের আগ্রহ দেখাচ্ছে তার দিকে। তবে সে জন্য দলবদলের মূল্য হিসেবে বিলবাওকে ৬০ মিলিয়ন ইউরো (৮৪৮ কোটি ৮৮ লাখ টাকা) পরিশোধ করতে হবে কাতালান জায়ান্টদের। তবে এই লড়াইয়ে বার্সা একা নয়। উইলিয়ামসকে দলে টানতে আগ্রহী আর্সেনাল, চেলসি ও বায়ার্ন মিউনিখও। ফলে লড়াইটা সহজ নয়।


গত দুই মৌসুম ধরে বিলবাওয়ের হয়ে উইলিয়ামস দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সবশেষ লিগ মৌসুমে ২৯ ম্যাচে ৫টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। ইউরোপা লিগেও ৫টি গোলের পাশাপাশি ৩টি গোলে সহায়তাও করেছেন। দলকে সেমিফাইনালে তোলায় ইউরোপা লিগের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন