জীবিত আছেন খামেনির উপদেষ্টা আলি শামখানি

২ সপ্তাহ আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা আলি শামখানি জীবিত আছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি ছিল, সাম্প্রতিক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই দাবি মিথ্যা প্রমাণ করে জানিয়েছে, শামখানি জীবিত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

 

ইসরায়েলের প্রথম দফার বিমান হামলার পর থেকেই আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, আলি শামখানিকে মেরে ফেলা হয়েছে। 

 

ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই গুজব ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। তবে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শামখানি নিজেই জানান, ‘আমি জীবিত আছি এবং ইরানের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত।’

 

আরও পড়ুন: দুই সপ্তাহ সময় নিয়ে যুদ্ধের ছক আঁকছেন ডোনাল্ড ট্রাম্প?

 

বিভিন্ন মহলের মতে, তিনি ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন, তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

 

উল্লেখ্য, ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ইরানের দাবি অনুযায়ী ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরাও।

 

চলমান যুদ্ধাবস্থায় আলি শামখানির জীবিত থাকার খবর কেবল একটি গুজবের জবাব নয়, বরং এটি তথ্যযুদ্ধের মধ্যে সত্য প্রতিষ্ঠার দৃষ্টান্ত হয়ে উঠেছে। ইরান-ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে নেতাদের জীবিত থাকা বা মারা যাওয়ার তথ্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন