নিখোঁজ এই জেলের নাম শ্রীকৃষ্ণ দাস (৫০)। তিনি এলংজুরী ইউনিয়ন সদরের বড়হাটি এলাকার মৃত রসিক দাসের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে একটি ডিঙি নৌকায় করে বাড়ির পাশ্ববর্তী ধনু নদীতে মাছ ধরতে যান। এ সময় তার আশপাশে আরও বেশ কয়েকজন জেলে মাছ ধরছিল। সকাল ৮ টার দিকে তারা হঠাৎ দেখতে পান নৌকায় জাল, মোবাইল পড়ে থাকলেও শ্রীকৃষ্ণ দাস নেই। পরে তাদের এলাকায় খবর দেন।
আরও পড়ুন: ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: জেলেদের মানবেতর জীবনযাপন, নামমাত্র বরাদ্দেও নয়-ছয়ের অভিযোগ!
ইটনা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, গতকাল থেকেই শরীরে জ্বর ছিল শ্রীকৃষ্ণ দাসের। তারপরও জীবিকার তাগিদে মাছ ধরতে এসেছিলেন তিনি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরার কোন সময়ে হয়তো নদীতে পড়ে যান।
আরও পড়ুন: মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে লুটিয়ে পড়লেন ৮ জেলে, একজনের মৃত্যু
তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ২
                        ১ সপ্তাহে আগে
                        ২
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·